ঘরেই তৈরি করুন মশা তাড়ানোর স্প্রে

코멘트 · 2191 견해

ডেঙ্গু সারা দেশে এক আতংকে নাম

ডেঙ্গু সারা দেশে এক আতংকে নাম। কারণ প্রতিদিনই ডেঙ্গুজ্বরে কেউ না কেউ মারা যাচ্ছে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবার আগে যে বিষয়টি প্রয়োজন তা হল সচেতন হওয়া। এ ছাড়া আপনার ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

এডিস মশা স্বচ্ছ-পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে এই মশার তাড়ানোর জন্য ঘরোয়া স্প্রে বানিয়ে ব্যবহার করতে পারেন। যা আপনাকে মশা থেকে সুরক্ষিত রাখবে।

যেকোনো রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে হবে। কারণ রোগে আক্রান্ত হওয়ার আগে রোগ প্রতিরোধ ভালো।

 

 

তাই ডেঙ্গু প্রতিরোধ করতে যেমন ঘরবাড়ি ও তার আশপাশ পরিষ্কার রাখতে হবে। এছাড়া ঘরোয়া উপায়ে তৈরি করতে পারেন একটি স্প্রে। যা ব্যবহার করলে কাছেও ঘেষবে না মশা।

মশার তাড়ানোর ঘরোয়া স্প্রে বানিয়ে ব্যবহার করতে পারেন ত্বকে। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মশার স্প্রে।

উপকরণ

১০০ মিলি বেবি অয়েল, ১০০ গ্রাম রসুনের কোয়া, আধা লিটার রাবিং অ্যালকোহল।

প্রণালী

রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। এরপর বেবি অয়েল মিশিয়ে ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।

সাবধানতা

চোখে বা চোখের আশেপাশের ত্বকে লাগাবেন না। এছাড়া শিশুদের ত্বকে দিতে পারেন। তবে ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

코멘트