সিএইচসিআর আগের গলির মুখে দাঁড়িয়েছি। এক ভদ্রমহিলা কেঁদে বল্লেন- ক্ষুধায় নড়াচড়া করতে পারছি না বাবা।
কী খাবেন?
রোজা রাখছি। পারলে ওষুধগুলো এনে দাও, দোয়া করবো।
আপনার কোনো সন্তানাদি নাই?
তিনটা মেয়ে।
কী করেন তারা?
বড়টা বিয়ে দিয়েছি, স্বামী ভালো না। খুব জ্বালায় মেয়েকে, আরেকটা কাজে দিছি।
অন্যটা …?
ঘরে।
পড়ে?
না।
একদম পড়াননি?
কুরআন পড়িয়েছি। ওষুধ …
সবর করুন।
ওষুধ নিয়ে দিলাম।
তোমার নাম্বার দাও, টাকা পাঠিয়ে …
দিতে হবে না। মেয়ে বিয়ে দিলে কার্ডের নাম্বারে ফোন দেবেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি আমদের নিয়ে পূর্বে পরিকল্পনা করে রেখেছেন, তাই কখনো হতাশ হবেন না।
আচ্ছা বাবা, যাই।
ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
#অভিলাষ মাহমুদ/ উত্তম পরিকল্পনাকারী