Home Blog

আইফোন কি শুধুই ফ্যাশনের জন্য ব্যবহার করা হয়!

সচরাচর আমরা আইফোন ব্যবহারকারীদের দেখি অনেক বেশী প্রদর্শন করতে। আইফোন ব্যবহারকারীদের এরকম আচরন দেখলেই বোঝা যায় কেবল ফ্যাশনের জন্যই তারা আইফোন ব্যবহার করেন। অবশ্যই ভালো ছবি তোলা এবং সবচেয়ে স্ট্যাবল ভিডিও করার জন্য আইফোন অনেকের কাছেই পছন্দের তালিকায় প্রথম।

কিন্তু কিছু কিছু আইফোন ব্যবহারকারী এমন ভাবে তাদের ফোনটি প্রদর্শনের জন্য সবসময় চেষ্টা করেন তাতে মনে হয় তিনি একটি আইফোনের মালিক এটা দেখানোটাই তার জীবনের একটা স্বার্থকতা। এটা বুঝতে পারবেন যখন দেখবেন তিনি ফোনের ফ্রন্ট ক্যামেরায় সেলফি না তুলে আয়নার সামনে দাড়িয়ে ব্যাক ক্যামেরায় তার নিজের ছবি তোলেন। যাতে বোঝা যায় তিনি কি ফোন দিয়ে ছবিটি তুলেছে। এমনকি কষ্ট করে হলেও ফোনটি এমন ভাবে ধরবেন যেন অ্যাপল এর লগোটি ভালো করে দেখা যায়। সেলফি তোলার এই অভ্যাসটি আপনি অন্য কোন মোবাইলফোন ব্যবহারকারীর মধ্যে সচরাচর দেখবেন না।

সবাই কি তাহলে শুধুই ফ্যাশনের জন্যই আইফোন ব্যবহার করেন? অবশ্যই না। তার আগে যারা এন্ড্রয়েড ফোন পছন্দ করেন তাদের যদি জিজ্ঞাসা করা হয়, কেনো আপনি আইওএস এর চেয়ে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেশী পছন্দ করেন? আপনারা হয়তো বলবেন। এন্ড্রয়েডে আমার অনেক বেশী স্বাধীনতা আছে। আমি ইউআই পরিবর্তন করতে পারি। নিজের মতো করে থার্ডপার্টি অ্যাপ ইন্সটল করতে পারি। চাইলে রুট এক্সেস নিতে পারি। এটাকে যেমন খুশি তেমন করতে পারি। আর এটার উপর প্রতিনিয়ত এসব এপ্লাই করতে থাকেন আপনি। এখন আসুন এসব করে একজন ফোন ব্যবহারকারী হিসেবে আপনার বাড়তি কি লাভ হলো? নাকি আপনি নিজেই নিজের ক্ষতি করছেন?

এবার আসুন এসব কাজ আসলে আমাদের জন্য কতটুকো গুরুত্বপূর্ণ! এবং আপনাকে জিজ্ঞাস করে রাখি আপনার সারা জীবনের মূল্য আপনার কাছে কতো। এই সময়ের মধ্যে আপনি খেলাধুলা, বিনোদন, পরিবার, আপনার বিশ্রাম এবং স্বাস্থের পেছনে সময় ব্যয় করেন আর বাকিটা আপনার দরকারী কাজের জন্য। এর মধ্যে কিছু কিছু মানুষের প্রতিটি মিনিটের মূল্য অনেক অনেক বেশী। আপনি কি তাদের মধ্যে কেউ একজন? যদি তাই হন আপনার নিশ্চই অপচয় করার মতো সময় একদমই নেই। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে এতো এতো কাস্টমাইজেশন আপনার কোন কাজেই আসছেকি আদৌ। তাহলে আপনি যা করছে তা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু সময়কে শেষ করে দিচ্ছেন। বরং সবকিছু যদি এমন থাকে যে এটাই সবচেয়ে সেরা, এর চেয়ে ভালো কিছু পরিবর্তন করার দরকার আমার নেই। যদি করতে হয় তা ওরাই করে আপমাকে আপডেট দেবে। আমার এটা নিয়ে ভাবার দরকার নাই। আমি শুধু নিশ্চিন্তে ব্যবহার করবো। এবং অযথা সময় অপচয় করতে চাইনা, তাহলে আমার জন্য আদর্শ হচ্ছে আইওএস। সবকিছুই খুব সহজেই সাজিয়ে দেয়া থাকে। এখানে পরিবর্তন করার কিছুই দরকার হয়না। আপনি শুধু আপনার প্রয়োজনে কিছু সেটিংস পরিবর্তন করবেন এবং বন্ধ বা চালু করবেন। নিরাপত্তা প্রাইভেসি সব দিক থেকে সর্বোচ্চ নিশ্চয়তা এখনো আইওএস থেকেই আসে। এজন্য কিছু মানুষ চোখ বন্ধ করেই আইফোন ব্যবহার করে এবং তারা কখনোই এন্ড্রয়েড পছন্দ করেনা।

সেই সাথে তারা এর উন্নত ক্যামেরা, প্রিমিয়াম লুক, এবং ফ্যাশনের ফীল তো পাচ্ছেই। একটা বিষয় লক্ষ্য করুন। অ্যাপল তাদের আইফোন সিরিজ ফোর এবং ফাইভ এর যে লুক ছিল তাই এখন আবার চালাচ্ছে ১২ সিরিজ থেকে। সবসময়ই ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করেছে। আর এখন কার্ভ ডিসপ্লে ব্যবহার করা ফ্ল্যাগশিপ ফোন গুলো ফিরে আসছে অ্যাপলের মতোই ডিজাইন ও ফ্ল্যাট ডিসপ্লেতে। গুগুল পিক্সেল ৯ প্রো, স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা এগুলো ঠিকই ফ্ল্যাট ডিসপ্লেতে ফিরে এসেছে এবং বডিও কিছুটা আইফোনের মতোই। অন্তত লুকের কারনে হলেও আইফোন প্রিয় মানুষের কেউ কেউ হয়তো এবার এসব ফোন পছন্দ করতে পারে।

- Advertisement -
Google search engine